Posts

Showing posts with the label উত্তরপ্রদেশ

মোদীর চাপে এবার উত্তরপ্রদেশে কি জোট করতে চলেছে সপা-বসপা??

Image
মোদীর চাপে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জোট বাধলো দুই বিরোধী দল। বিজেপিকে আটকাতে এ বার উত্তরপ্রদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি হাত মেলাতে চলেছে। নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে হিমশিম খাচ্ছে বিরোধীরা।  রাজনৈতিক মতাদর্শগত ফারাক সরিয়ে রেখেই একজোট হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। আসল ঘটনাটি হলো উপনির্বাচন। এবার উপনির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট হতে চলেছে। ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রে ভোট ও ফল ঘোসনা ১৪ মার্চ।  বর্তমানে উপনির্বাচনে গোরক্ষপুরের সাংসদ ছিলেন ন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উপনির্বাচনেও সেটাই দেখা গেল চাপে পরে এখন বন্ধুত সপা-বসপা।গোরক্ষপুরে সমাজবাদী পার্টি তাদের সহযোগী দল নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদের ছেলে প্রবীণ নিশাদকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে এবং ওই আসনে বিজেপির প্রার্থী উপেন্দ্র শুক্ল ও কংগ্রেস প্রার্থী হয়েছেন সুহৃতা চট্টোপাধ্যায়।

মোদীর চাপে এবার উত্তরপ্রদেশে কি জোট করতে চলেছে সপা-বসপা??

Image
মোদীর চাপে উত্তরপ্রদেশে উপনির্বাচনে জোট বাধলো দুই বিরোধী দল। বিজেপিকে আটকাতে এ বার উত্তরপ্রদেশের দুই প্রতিদ্বন্দ্বী দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি হাত মেলাতে চলেছে। নরেন্দ্র মোদীর বিজয় রথ থামাতে হিমশিম খাচ্ছে বিরোধীরা।  রাজনৈতিক মতাদর্শগত ফারাক সরিয়ে রেখেই একজোট হওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। আসল ঘটনাটি হলো উপনির্বাচন। এবার উপনির্বাচনে বিজেপিকে হারাতে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট হতে চলেছে। ১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রে ভোট ও ফল ঘোসনা ১৪ মার্চ।  বর্তমানে উপনির্বাচনে গোরক্ষপুরের সাংসদ ছিলেন ন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উপনির্বাচনেও সেটাই দেখা গেল চাপে পরে এখন বন্ধুত সপা-বসপা।গোরক্ষপুরে সমাজবাদী পার্টি তাদের সহযোগী দল নিশাদ পার্টির প্রধান সঞ্জয় নিশাদের ছেলে প্রবীণ নিশাদকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে এবং ওই আসনে বিজেপির প্রার্থী উপেন্দ্র শুক্ল ও কংগ্রেস প্রার্থী হয়েছেন সুহৃতা চট্টোপাধ্যায়।

হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

Image
হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে। তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়।  এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার। Today Bengali News

যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

Image
                                  ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি। এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।

যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

Image
                                  ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি। এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের এই বিজেপি বিধায়কের..

Image
সুপ্রভাত ডিজিটাল: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এর, নাম লোকেন্দ্র সিংহর, তিনি ছিলেন সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক। দুর্ঘটনাটি ঘটে ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায়, সেখানে বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ দুই গানার এবং ট্রাক চালকের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পরেন তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। Today Bengali News

সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের এই বিজেপি বিধায়কের..

Image
সুপ্রভাত ডিজিটাল: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক এর, নাম লোকেন্দ্র সিংহর, তিনি ছিলেন সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক। দুর্ঘটনাটি ঘটে ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায়, সেখানে বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।  এই দুর্ঘটনায় বিধায়ক ও তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ দুই গানার এবং ট্রাক চালকের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পরেন তাকে উদ্ধার করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। Today Bengali News

কথা না শুনলে এবার এনকাউন্টার - হঙ্কার যোগীর, কার জন্য এমন প্রতিক্রিয়া জানতে নিচে ক্লক করুন..

Image
বর্তমান রাজনীতিতে দেশে প্রধানমন্ত্রী মোদীর পর আর কোনো কদ্দাবর নেতা খুজলে সবার আগে এখন নাম উঠবে যোগী আদিত্যনাথ এর,তিনি যা বলেন তাই করেন বলছে সাধারণ মানুষ। এবার এনকাউন্টার বিতর্ক আসলে ঘটনাটি হলো সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে শান্তিভঙ্গকারীদের ছাড়া হবে না। যারা বন্দুকের ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রশাসনকে বলে দিয়েছি, এ বিষয়ে ভাবার কিছু নেই।যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে অপরাধী দমন অভিযান শুরু করেছে প্রশাসন। দিন কয়েক আগেই ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ১০টি জেলায় ১৫টি এনকাউন্টার করে পুলিস। যোগীর আসার পর পুলিশকের ফর্ম দেখে সাধারণ মানুষ খুসি। Anandabazar Patrika

কথা না শুনলে এবার এনকাউন্টার - হঙ্কার যোগীর, কার জন্য এমন প্রতিক্রিয়া জানতে নিচে ক্লক করুন..

Image
বর্তমান রাজনীতিতে দেশে প্রধানমন্ত্রী মোদীর পর আর কোনো কদ্দাবর নেতা খুজলে সবার আগে এখন নাম উঠবে যোগী আদিত্যনাথ এর,তিনি যা বলেন তাই করেন বলছে সাধারণ মানুষ। এবার এনকাউন্টার বিতর্ক আসলে ঘটনাটি হলো সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে শান্তিভঙ্গকারীদের ছাড়া হবে না। যারা বন্দুকের ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রশাসনকে বলে দিয়েছি, এ বিষয়ে ভাবার কিছু নেই।যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে অপরাধী দমন অভিযান শুরু করেছে প্রশাসন। দিন কয়েক আগেই ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ১০টি জেলায় ১৫টি এনকাউন্টার করে পুলিস। যোগীর আসার পর পুলিশকের ফর্ম দেখে সাধারণ মানুষ খুসি। Anandabazar Patrika

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার এবার বন্ধ করলো এই রাজ্য..

Image
রাজ্যের সব ধর্মস্থানে অনুমোদনহীন লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।রাজ্যে শব্দদূষণ রোধ করতে ধর্মস্থানগুলি থেকে লাউড স্পিকার খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তার পরেই যোগী সরকার ওই নির্দেশিকা জারি করল। ধর্মস্থানে লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দদূষণ হচ্ছে, এই অভিযোগে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেন এম এল যাদব নামে এক আইনজীবী। সেই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ডিসেম্বরে লখনউ বেঞ্চ রাজ্য সরকারের কাছে এনিয়ে কৈফিয়ত তলব করে। তার পরই কড়া পদক্ষেপ করল যোগী সরকার।রবিবার এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের যে সব ধর্মস্থানে অবৈধভাবে লাউড স্পিকার ব্যবহার করা হয়, তা আগামী ২০ জানুয়ারির মধ্যে খুলে ফেলতে হবে। এ নিয়ে পুলিসকেও নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। source

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার এবার বন্ধ করলো এই রাজ্য..

Image
রাজ্যের সব ধর্মস্থানে অনুমোদনহীন লাউড স্পিকারের ব্যবহার নিষিদ্ধ করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার।রাজ্যে শব্দদূষণ রোধ করতে ধর্মস্থানগুলি থেকে লাউড স্পিকার খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তার পরেই যোগী সরকার ওই নির্দেশিকা জারি করল। ধর্মস্থানে লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দদূষণ হচ্ছে, এই অভিযোগে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে একটি জনস্বার্থ মামলা করেন এম এল যাদব নামে এক আইনজীবী। সেই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ডিসেম্বরে লখনউ বেঞ্চ রাজ্য সরকারের কাছে এনিয়ে কৈফিয়ত তলব করে। তার পরই কড়া পদক্ষেপ করল যোগী সরকার।রবিবার এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের যে সব ধর্মস্থানে অবৈধভাবে লাউড স্পিকার ব্যবহার করা হয়, তা আগামী ২০ জানুয়ারির মধ্যে খুলে ফেলতে হবে। এ নিয়ে পুলিসকেও নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। source

উত্তরপ্রদেশে যেভাবে গেরুয়া ঝড় চলছে,জানলে আপনিও অবাক হবেন।

Image
উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা  হয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হয়েছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হয়েছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে। এমনকি মৌলবীদের ব্যাবহৃত হজ হাউস যার দেয়ালে আগে সবুজ রং বা সাদা রং করা থাকতো,সেই হজ হাউসের পাঁচিলে পড়েছে গেরুয়া রং। সরকারের এই পদক্ষেপের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তবে সমালোচনা উড়িয়ে দিয়েছেন যোগী সরকারের মন্ত্রী মহসিন রাজা। তাঁর ব্যাখ্যা, ''গেরুয়া খুব উজ্জ্বল রং। নতু...

উত্তরপ্রদেশে যেভাবে গেরুয়া ঝড় চলছে,জানলে আপনিও অবাক হবেন।

Image
উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা  হয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হয়েছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হয়েছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে। এমনকি মৌলবীদের ব্যাবহৃত হজ হাউস যার দেয়ালে আগে সবুজ রং বা সাদা রং করা থাকতো,সেই হজ হাউসের পাঁচিলে পড়েছে গেরুয়া রং। সরকারের এই পদক্ষেপের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তবে সমালোচনা উড়িয়ে দিয়েছেন যোগী সরকারের মন্ত্রী মহসিন রাজা। তাঁর ব্যাখ্যা, ''গেরুয়া খুব উজ্জ্বল রং। নতু...