Posts

Showing posts with the label টিমসি

breaking news - দিল্লি হাইকোর্ট চত্বরে মমতাকে ফাস করলেন মুকুল, কী বললেন তিনি..

Image
মুকুল রায় কটাক্ষ করলেন যে, তৃণমূলের এটা অনেক আগের স্বভাব। ব্যক্তি বিশেষের উপর নজর রাখা। মুকুল রায় প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র আদৌ সুস্থ আছে তো? মুকুল রায় তাদের কাছে জানতে চাইলেন তাঁদের কোনো প্রশ্ন আছে কিনা। কিন্তু গোয়েন্দারা জানালেন তাঁদের কোনো প্রশ্ন নেই। মুকুল রায়ের গতিবিধি লক্ষ রাখার জন্য আদালত চত্বরে উঁকিঝুঁকি মারছিলেন এক ব্যক্তি। কিন্তু তাঁকে মুকুল রায় চিনে ফেললেন। সেখানেই উঠলো নজরদারির নতুন অভিযোগ। মমতার হাটে হাড়ি ভাঙার উপক্রম তৈরি হলো। মুকুল রায় গোয়েন্দা অধিকারিদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ভালো আছেন? মুকুল রায় বললেন যে, তাঁদের কোনো দোষ নেই। তারা কাঠের পুতুল মাত্র। দড়ি উপর ওয়ালার হাতে। কাল ফোন ট্যাপিং মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় সনাক্ত করলেন তিনজন গোয়েন্দাকে। মুকুল রায় অভিযোগ করেছিলেন, তাঁর ৪টি ফোনে পশ্চিমবঙ্গ সরকার নজরদারি চালাচ্ছে। এই ব্যাপারে তিনি কোর্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি মমতাকে গোল দিলেন। তিনি আদালতে গিয়ে সেই চত্বরে সনাক্ত করে ফেললেন পশ্চিমবঙ্গ সরকারের তিন গোয়েন্দাকে।

breaking news - দিল্লি হাইকোর্ট চত্বরে মমতাকে ফাস করলেন মুকুল, কী বললেন তিনি..

Image
মুকুল রায় কটাক্ষ করলেন যে, তৃণমূলের এটা অনেক আগের স্বভাব। ব্যক্তি বিশেষের উপর নজর রাখা। মুকুল রায় প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গের গণতন্ত্র আদৌ সুস্থ আছে তো? মুকুল রায় তাদের কাছে জানতে চাইলেন তাঁদের কোনো প্রশ্ন আছে কিনা। কিন্তু গোয়েন্দারা জানালেন তাঁদের কোনো প্রশ্ন নেই। মুকুল রায়ের গতিবিধি লক্ষ রাখার জন্য আদালত চত্বরে উঁকিঝুঁকি মারছিলেন এক ব্যক্তি। কিন্তু তাঁকে মুকুল রায় চিনে ফেললেন। সেখানেই উঠলো নজরদারির নতুন অভিযোগ। মমতার হাটে হাড়ি ভাঙার উপক্রম তৈরি হলো। মুকুল রায় গোয়েন্দা অধিকারিদের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ভালো আছেন? মুকুল রায় বললেন যে, তাঁদের কোনো দোষ নেই। তারা কাঠের পুতুল মাত্র। দড়ি উপর ওয়ালার হাতে। কাল ফোন ট্যাপিং মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টে গিয়ে বিজেপি নেতা মুকুল রায় সনাক্ত করলেন তিনজন গোয়েন্দাকে। মুকুল রায় অভিযোগ করেছিলেন, তাঁর ৪টি ফোনে পশ্চিমবঙ্গ সরকার নজরদারি চালাচ্ছে। এই ব্যাপারে তিনি কোর্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি মমতাকে গোল দিলেন। তিনি আদালতে গিয়ে সেই চত্বরে সনাক্ত করে ফেললেন পশ্চিমবঙ্গ সরকারের তিন গোয়েন্দাকে।

তরমুজ না এবার কুমড়ো খুঁজতে তদন্ত কমিটি তৃণমূলের..

Image
এখুন রাজ্যে কুমড়ো এবং তরমুজ এই দুটি ফলের নাম চরমে,সাধারণ মানুসের জন্য এই কুমড়ো ও তরমুজ কেনায় দামের অকাল তাই এদের নিয়েও এখুন রাজনীতি খুব গরম,   যাঁরা 'কুমড়ো' অর্থাৎ বাইরে তৃণমূল  কিন্তু মনোভাবে বিজেপি, রাজ্যে বিজেপি বাড়ছে গতিকে সেই গতিকে tmc সামলাতে পারছে না বলে দাবি বিজেপির, সূত্রের খবর, তৃণমূলে থাকা মুকুল রায়ের অনেক পুরনো অনুগামীই দিনের বেলায় চায়ের দোকানে কিংবা ছোট বৈঠকে মুকুল রায় সম্পর্কে নানা সমালোচনা করেছেন। দলের অন্দরে তাঁদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দলের কাজে গুটিয়ে যাওয়া নেতাদের নিয়ে টেনশনে তৃণমূল নেতৃত্ব। তাঁরা কি পুরো গুটিয়ে গিয়েছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়ে রাজ্য রাজনীতিতে তরমুজ শব্দটি বারবার এসেছে। বাইরে সবুজ হলেও, ভিতরে লাল। বাইরে কংগ্রেসি রাজনীতি করলেও, ভিতরে ভিতরে বামেদের সহযোগিতা করে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা। সেই বাম শাসন শেষ হয়ে গিয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ফলে বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দটি আর উঠে আসে না। তবে মুকুল রায়ের দলবদলের পর বঙ...

তরমুজ না এবার কুমড়ো খুঁজতে তদন্ত কমিটি তৃণমূলের..

Image
এখুন রাজ্যে কুমড়ো এবং তরমুজ এই দুটি ফলের নাম চরমে,সাধারণ মানুসের জন্য এই কুমড়ো ও তরমুজ কেনায় দামের অকাল তাই এদের নিয়েও এখুন রাজনীতি খুব গরম,   যাঁরা 'কুমড়ো' অর্থাৎ বাইরে তৃণমূল  কিন্তু মনোভাবে বিজেপি, রাজ্যে বিজেপি বাড়ছে গতিকে সেই গতিকে tmc সামলাতে পারছে না বলে দাবি বিজেপির, সূত্রের খবর, তৃণমূলে থাকা মুকুল রায়ের অনেক পুরনো অনুগামীই দিনের বেলায় চায়ের দোকানে কিংবা ছোট বৈঠকে মুকুল রায় সম্পর্কে নানা সমালোচনা করেছেন। দলের অন্দরে তাঁদেরকেও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। দলের কাজে গুটিয়ে যাওয়া নেতাদের নিয়ে টেনশনে তৃণমূল নেতৃত্ব। তাঁরা কি পুরো গুটিয়ে গিয়েছেন, নাকি মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন, তা নিয়ে খোঁজখবর শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। গঠিত হয়েছে তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গে বাম শাসনের সময়ে রাজ্য রাজনীতিতে তরমুজ শব্দটি বারবার এসেছে। বাইরে সবুজ হলেও, ভিতরে লাল। বাইরে কংগ্রেসি রাজনীতি করলেও, ভিতরে ভিতরে বামেদের সহযোগিতা করে গিয়েছেন অনেক কংগ্রেস নেতা। সেই বাম শাসন শেষ হয়ে গিয়েছে ছয় বছরেরও বেশি সময় আগে। ফলে বঙ্গ রাজনীতিতে তরমুজ শব্দটি আর উঠে আসে না। তবে মুকুল রায়ের দলবদলের পর বঙ...

মন্দির না মসজিদ কী চায় অযোধ্যার বাসিন্দারা ?

Image
অযোধ্যা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সরযূ নদীর নতুন ঘাটে যখন গিয়েছিলাম, তখন বেলা প্রায় দুটো বাজে। বেশ রোদ রয়েছে। শীতের আমেজের মধ্যে হাল্কা রোদে ঘোরাঘুরি করছিল কয়েকজন অল্পবয়সী ছেলে-মেয়ে। তাদের দেখেই কথাটা মাথায় এসেছিল, এই যে ৬ ডিসেম্বর হলেই অযোধ্যায় প্রচুর মিডিয়া কর্মী ভিড় করে জমা হন - কীভাবে দেখে এই কিশোর - তরুণরা?শুধুমাত্র খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেলেই এ নিয়ে বিতর্ক দেখতে পাই," বলছিল সুধাংশু মিশ্র। মন্দির-মসজিদ নিয়ে যে আইনি লড়াই, সে বিষয়েও সুধাংশু খুব একটা কিছু জানে না। শুধু জানে যে বছর পচিশের আগে করসেবকরা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল।  সে অবশ্য এটা বোঝে যে বাইরের কিছু নেতাই এই সমস্যার সমাধান চান না।দেবেশ নামের আরেক ছাত্র বলছিল যে অযোধ্যার বাসিন্দা হয়েও সে কখনও রাম জন্মভূমি পরিসরে যায় নি।  হাতে গোটাকয়েক খাতা নিয়ে কলেজ থেকে ফিরছিল সুধাংশু রঞ্জন মিশ্র। একটু হেসেই সে বলছিল, "আমার তো খেয়ালই ছিল না ৬ ডিসেম্বর তারিখটা।" সুধাংশু বি এস সি প্রথম বর্ষে পড়াশোনা করে। ও অযোধ্যার সেই প্রজন্মের কিশোর, যাদের জন্ম হয়েছে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে।...

মন্দির না মসজিদ কী চায় অযোধ্যার বাসিন্দারা ?

Image
অযোধ্যা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সরযূ নদীর নতুন ঘাটে যখন গিয়েছিলাম, তখন বেলা প্রায় দুটো বাজে। বেশ রোদ রয়েছে। শীতের আমেজের মধ্যে হাল্কা রোদে ঘোরাঘুরি করছিল কয়েকজন অল্পবয়সী ছেলে-মেয়ে। তাদের দেখেই কথাটা মাথায় এসেছিল, এই যে ৬ ডিসেম্বর হলেই অযোধ্যায় প্রচুর মিডিয়া কর্মী ভিড় করে জমা হন - কীভাবে দেখে এই কিশোর - তরুণরা?শুধুমাত্র খবরের কাগজ বা টেলিভিশন চ্যানেলেই এ নিয়ে বিতর্ক দেখতে পাই," বলছিল সুধাংশু মিশ্র। মন্দির-মসজিদ নিয়ে যে আইনি লড়াই, সে বিষয়েও সুধাংশু খুব একটা কিছু জানে না। শুধু জানে যে বছর পচিশের আগে করসেবকরা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়েছিল।  সে অবশ্য এটা বোঝে যে বাইরের কিছু নেতাই এই সমস্যার সমাধান চান না।দেবেশ নামের আরেক ছাত্র বলছিল যে অযোধ্যার বাসিন্দা হয়েও সে কখনও রাম জন্মভূমি পরিসরে যায় নি।  হাতে গোটাকয়েক খাতা নিয়ে কলেজ থেকে ফিরছিল সুধাংশু রঞ্জন মিশ্র। একটু হেসেই সে বলছিল, "আমার তো খেয়ালই ছিল না ৬ ডিসেম্বর তারিখটা।" সুধাংশু বি এস সি প্রথম বর্ষে পড়াশোনা করে। ও অযোধ্যার সেই প্রজন্মের কিশোর, যাদের জন্ম হয়েছে ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ার পরে।...

দেখুন নতুন যুগলবন্দী মমতা - অখিলেশ, জল কত দূর গড়াবে জানুন এই তথ্যে..

Image
বিজেপি  যে হারে বাঙ্গালায় বাড়ছে সেই দিক মাথায় রেখে বর্তমান সরকার বিজেপি বিরোধী পার্টি গুলির সাথে যোগ সাধন করছে মমতা সরকার, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দলীয় সাংসদ কিরণময় নন্দকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে যান অখিলেশ।বিজেপি বিরোধিতার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার মমতার কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকব।কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন।উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহও এ দিন কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে চাই, অখিলেশের সঙ্গে জোট করবেন না। করলে ওঁর অবস্থা হবে কংগ্রেসের মতো, যারা অখিলেশের সঙ্গে জোট করে উত্তরপ্রদেশে ল ড়েছিল।...

দেখুন নতুন যুগলবন্দী মমতা - অখিলেশ, জল কত দূর গড়াবে জানুন এই তথ্যে..

Image
বিজেপি  যে হারে বাঙ্গালায় বাড়ছে সেই দিক মাথায় রেখে বর্তমান সরকার বিজেপি বিরোধী পার্টি গুলির সাথে যোগ সাধন করছে মমতা সরকার, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ দলীয় সাংসদ কিরণময় নন্দকে সঙ্গে নিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে যান অখিলেশ।বিজেপি বিরোধিতার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন বলে জানালেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। শনিবার মমতার কালীঘাটের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করার পরে তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ এবং কৃষকদের পাশে আছেন। তিনি ধর্মনিরপেক্ষ নেত্রী। বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষতার লড়াইয়ে আমরা নিশ্চয়ই তাঁর সঙ্গে থাকব।কলকাতার মহাজাতি সদনে এ দিন দলের রাজ্য সম্মেলনে যোগ দিয়ে অখিলেশ দেশ থেকে বিজেপি হঠানোর ডাক দেন।উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহও এ দিন কলকাতায় এসেছিলেন ব্যক্তিগত একটি অনুষ্ঠানে যোগ দিতে। তার ফাঁকে তিনি বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিতে চাই, অখিলেশের সঙ্গে জোট করবেন না। করলে ওঁর অবস্থা হবে কংগ্রেসের মতো, যারা অখিলেশের সঙ্গে জোট করে উত্তরপ্রদেশে ল ড়েছিল।...

চা বেচেছি দেশকে নয়, কেন এই পাল্টা জবাব মোদীর রাহুলকে দেখুন...

Image
‘চা-ওয়ালা’ কটাক্ষের জবাব এদিন দিয়েছেন মোদী। সৌরাষ্ট্রের এক সভায় তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি চা বিক্রি করতাম। কিন্তু, দেশকে বিক্রি করিনি।’’ এর পরেই মোদীর বার্তা, ‘‘এ ভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না।’’ তাঁর কথায়, ‘‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কী ভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো এক জন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ জন্য কিছু গোপন করার নেই।’’ এ দিন মোদী এই বার্তারই জবাব দিতে চেয়েছেন। পাশাপাশি, তিনি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের দেখা করা নিয়েও কটাক্ষ করেছেন। ভুজের জনসভায় মোদী গুজরাতি ভাষাতেই ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণই ইংরেজি তর্জমা করে তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা হচ্ছিল। সেখানে মোদী বলেন, ‘‘পাকিস্তানি আদালত এক জঙ্গিকে মুক্তি দিয়েছে, আর কংগ্রেস তা উদ্‌যাপন করছে। অবাক হয়েছিলাম, কেন! এই কংগ্রেসেই তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের সেনার উপর বিশ্বাস রাখতে চায়নি। বরং তার থেকে বেশি বিশ্বাস করতে চেয়েছিল চিনের রাষ্ট্রদূতের উপর।’’ রাহুলের ‘হাগপ্লোম্যাসি’ জবাবে মোদী বলেন, ‘‘ডোকলামে যখন ৭০ দিন চিনা সেনার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে ট...

চা বেচেছি দেশকে নয়, কেন এই পাল্টা জবাব মোদীর রাহুলকে দেখুন...

Image
‘চা-ওয়ালা’ কটাক্ষের জবাব এদিন দিয়েছেন মোদী। সৌরাষ্ট্রের এক সভায় তিনি বলেন, ‘‘হ্যাঁ, আমি চা বিক্রি করতাম। কিন্তু, দেশকে বিক্রি করিনি।’’ এর পরেই মোদীর বার্তা, ‘‘এ ভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না।’’ তাঁর কথায়, ‘‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কী ভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো এক জন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এ জন্য কিছু গোপন করার নেই।’’ এ দিন মোদী এই বার্তারই জবাব দিতে চেয়েছেন। পাশাপাশি, তিনি ভারতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূতের সঙ্গে রাহুলের দেখা করা নিয়েও কটাক্ষ করেছেন। ভুজের জনসভায় মোদী গুজরাতি ভাষাতেই ভাষণ দিচ্ছিলেন। সেই ভাষণই ইংরেজি তর্জমা করে তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করা হচ্ছিল। সেখানে মোদী বলেন, ‘‘পাকিস্তানি আদালত এক জঙ্গিকে মুক্তি দিয়েছে, আর কংগ্রেস তা উদ্‌যাপন করছে। অবাক হয়েছিলাম, কেন! এই কংগ্রেসেই তো সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আমাদের সেনার উপর বিশ্বাস রাখতে চায়নি। বরং তার থেকে বেশি বিশ্বাস করতে চেয়েছিল চিনের রাষ্ট্রদূতের উপর।’’ রাহুলের ‘হাগপ্লোম্যাসি’ জবাবে মোদী বলেন, ‘‘ডোকলামে যখন ৭০ দিন চিনা সেনার সঙ্গে সঙ্গে চোখে চোখ রেখে ট...

রক্ষামন্ত্রী জানালেন ভারত বানালো আরেক বিশ্বরেকর্ড ! পাকিস্তান থেকে চীন সব অবাক..

Image
ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ক্রমাগত কাজ করে চলেছেন এবং জনগণ তার কাজে খুব খুশি, তিনি সেনাবাহিনীর জন্য অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্প্রতি ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করে দিয়েছেন তিনি  যার ফলে এখুন সেনা বাহিনীর  বিমানগুলি  ভারতে তৈরি হতে চলেছে। এবং ভারতে  তৈরি হবার ফলে মেড ইন ইন্ডিয়া নামে পচারিত হবে যা এখুন  এক  নির্মল বাহিনীতে পরিণত করবে, অনেক ধরনের অস্ত্র সরবরাহ করতে চলেছে ভারত যার ফলে বিরোধী দেশ গুলি এখুন চিন্তায় আছে, তাদের জবাব দেবার জন্য এখুন আমাদের সেনাবাহিনী নিজেই একটি উদাহরণ। ভারত তার একটি ক্ষেপণাস্ত্র ব্রাহ্ম সফলভাবে পরিকল্পিত বিমান ভারতের সফল পরীক্ষা লাভ করে, সুখই গত ৩০ পরীক্ষিত অনুসরণ করেছে এবং তার সাথে ভারত একটি নতুন রেকর্ডও তৈরী করেছে। এই ক্ষেপণাস্ত্র মার্কিন  তমাহাব্ক ক্ষেপণাস্ত্র চেয়ে 4x দ্রুততর এবং এই ক্ষেপণাস্ত্র আধুনিক যে যদি লক্ষ্য তার পথ পরিবর্তন, তারপর এটি তার উপায় পরিবর্তন করা হবে।ট্রায়াল চলাকালীন, ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের দুটি ইঞ্জিনের সুকোই বিমান থেকে মুক্তি পায়। এই প্রথম যখন এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রট  সুখী-...

রক্ষামন্ত্রী জানালেন ভারত বানালো আরেক বিশ্বরেকর্ড ! পাকিস্তান থেকে চীন সব অবাক..

Image
ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ক্রমাগত কাজ করে চলেছেন এবং জনগণ তার কাজে খুব খুশি, তিনি সেনাবাহিনীর জন্য অনেক বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্প্রতি ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করে দিয়েছেন তিনি  যার ফলে এখুন সেনা বাহিনীর  বিমানগুলি  ভারতে তৈরি হতে চলেছে। এবং ভারতে  তৈরি হবার ফলে মেড ইন ইন্ডিয়া নামে পচারিত হবে যা এখুন  এক  নির্মল বাহিনীতে পরিণত করবে, অনেক ধরনের অস্ত্র সরবরাহ করতে চলেছে ভারত যার ফলে বিরোধী দেশ গুলি এখুন চিন্তায় আছে, তাদের জবাব দেবার জন্য এখুন আমাদের সেনাবাহিনী নিজেই একটি উদাহরণ। ভারত তার একটি ক্ষেপণাস্ত্র ব্রাহ্ম সফলভাবে পরিকল্পিত বিমান ভারতের সফল পরীক্ষা লাভ করে, সুখই গত ৩০ পরীক্ষিত অনুসরণ করেছে এবং তার সাথে ভারত একটি নতুন রেকর্ডও তৈরী করেছে। এই ক্ষেপণাস্ত্র মার্কিন  তমাহাব্ক ক্ষেপণাস্ত্র চেয়ে 4x দ্রুততর এবং এই ক্ষেপণাস্ত্র আধুনিক যে যদি লক্ষ্য তার পথ পরিবর্তন, তারপর এটি তার উপায় পরিবর্তন করা হবে।ট্রায়াল চলাকালীন, ক্ষেপণাস্ত্রটি বঙ্গোপসাগরের দুটি ইঞ্জিনের সুকোই বিমান থেকে মুক্তি পায়। এই প্রথম যখন এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রট  সুখী-...

তিন তালাকে করা আইন মোদী সরকারের দেখুন...

Image
তিন তালাক নিষিদ্ধ করতে আইন আনার তোড়জোড় শুরু করল মোদী সরকার, তিন তালাক নিষিদ্ধ করতে দুটি পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে আইন আনতে পারে তারা অথবা পুরনো আইন সংশোধন করে জারি হতে পারে নিষেধাজ্ঞা। বর্তমান আইনে তিন তালাক প্রাপ্ত কোনও মুসলিম মহিলার পুলিশে নালিশ জানানোর কোনও অধিকার নেই। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নিতে পারে না পুলিশও। গোটা বিষয়টিতে ফৌজদারি বিধির অধীনে আনতে তাই প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ হতে চলেছে এই আইন। তিন তালাক নিষিদ্ধ আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিগোষ্ঠী গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাদের ওপরেই থাকতে পারে আইনের খসড়া তৈরির দায়িত্ব। আগেই আদালতে তিন তালাকের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সওয়ালে শিলমোহর দিয়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

তিন তালাকে করা আইন মোদী সরকারের দেখুন...

Image
তিন তালাক নিষিদ্ধ করতে আইন আনার তোড়জোড় শুরু করল মোদী সরকার, তিন তালাক নিষিদ্ধ করতে দুটি পথ খোলা রেখেছে কেন্দ্রীয় সরকার। তাত্ক্ষণিক তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করে আইন আনতে পারে তারা অথবা পুরনো আইন সংশোধন করে জারি হতে পারে নিষেধাজ্ঞা। বর্তমান আইনে তিন তালাক প্রাপ্ত কোনও মুসলিম মহিলার পুলিশে নালিশ জানানোর কোনও অধিকার নেই। এক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে কোনও ব্যবস্থা নিতে পারে না পুলিশও। গোটা বিষয়টিতে ফৌজদারি বিধির অধীনে আনতে তাই প্রক্রিয়া শুরু করতে চলেছে সরকার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ হতে চলেছে এই আইন। তিন তালাক নিষিদ্ধ আইন প্রণয়নের লক্ষ্যে মন্ত্রিগোষ্ঠী গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাদের ওপরেই থাকতে পারে আইনের খসড়া তৈরির দায়িত্ব। আগেই আদালতে তিন তালাকের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। সেই সওয়ালে শিলমোহর দিয়ে তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

আবারও গুরুঙ্গে নিয়ে মতভেদ রাজ্য সরকারের, কেন জানুন..

Image
গুরুঙ্গের এই আবেদনে থামার কোনও ইচ্ছে অবশ্য বিনয়দের নেই। বিনয় এবং অনীত থাপা মিলে এক যৌথ বিবৃতিতে এ দিন জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর দার্জিলিঙের মারোয়াড়ি ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। তার আগের দিনই চকবাজারে দলীয় সমাবেশ থেকে শীর্ষ পর্যায়ে রদবদলের ইঙ্গিতও দেওয়া হবে বলে মোর্চা সূত্রে খবর। বিনয়-অনীতের আশা, ওই সমাবেশে চকবাজারে ভিড় উপচে পড়বে।দার্জিলিঙের সমাবেশ এবং মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকের দিন যত এগিয়ে আসছে, ততই পাহাড়বাসীর প্রতি করুণ আবেদন ঝরে পড়ছে বিমল গুরুঙ্গের গলায়। শুক্রবারও তিনি একটি অডিও বার্তায় আবেগমথিত গলায় সকলকে জানান, কেউ যেন বিনয় তামাঙ্গদের সভায় না যায়!সোমবারের বৈঠকেই মোর্চা প্রধানের পদ থেকে বিমলকে সরিয়ে বিনয়ের অভিষেক হওয়ার কথা। আর সেই দিন যত ঘনীয়ে আসছে, ততই সুর নরম করছেন বিমল। এ দিনও প্রায় কাঁদো কাঁদো গলায় পাহাড়বাসীদের প্রতি তাঁর আর্জি, ‘‘১৯ নভেম্বর কালা দিবস। পাহাড় থেকে ওরা (বিনয়-অনীত) বিমল গুরুঙ্গের নাম মুছতে চায়। তাই ওই সভায় কেউ যাবেন না।’’ নিজেকে বাজি রেখে এর পরে তাঁর ফের ঘোষণা, ‘‘আমি দ্রুত জনতার মাঝে আসব।’’ বিনয়-অনীতকে আক্রমণও করতে ছাড়েননি তিনি। কিন্তু গুরু...

আবারও গুরুঙ্গে নিয়ে মতভেদ রাজ্য সরকারের, কেন জানুন..

Image
গুরুঙ্গের এই আবেদনে থামার কোনও ইচ্ছে অবশ্য বিনয়দের নেই। বিনয় এবং অনীত থাপা মিলে এক যৌথ বিবৃতিতে এ দিন জানিয়েছেন, আগামী ২০ নভেম্বর দার্জিলিঙের মারোয়াড়ি ভবনে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। তার আগের দিনই চকবাজারে দলীয় সমাবেশ থেকে শীর্ষ পর্যায়ে রদবদলের ইঙ্গিতও দেওয়া হবে বলে মোর্চা সূত্রে খবর। বিনয়-অনীতের আশা, ওই সমাবেশে চকবাজারে ভিড় উপচে পড়বে।দার্জিলিঙের সমাবেশ এবং মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকের দিন যত এগিয়ে আসছে, ততই পাহাড়বাসীর প্রতি করুণ আবেদন ঝরে পড়ছে বিমল গুরুঙ্গের গলায়। শুক্রবারও তিনি একটি অডিও বার্তায় আবেগমথিত গলায় সকলকে জানান, কেউ যেন বিনয় তামাঙ্গদের সভায় না যায়!সোমবারের বৈঠকেই মোর্চা প্রধানের পদ থেকে বিমলকে সরিয়ে বিনয়ের অভিষেক হওয়ার কথা। আর সেই দিন যত ঘনীয়ে আসছে, ততই সুর নরম করছেন বিমল। এ দিনও প্রায় কাঁদো কাঁদো গলায় পাহাড়বাসীদের প্রতি তাঁর আর্জি, ‘‘১৯ নভেম্বর কালা দিবস। পাহাড় থেকে ওরা (বিনয়-অনীত) বিমল গুরুঙ্গের নাম মুছতে চায়। তাই ওই সভায় কেউ যাবেন না।’’ নিজেকে বাজি রেখে এর পরে তাঁর ফের ঘোষণা, ‘‘আমি দ্রুত জনতার মাঝে আসব।’’ বিনয়-অনীতকে আক্রমণও করতে ছাড়েননি তিনি। কিন্তু গুরু...

মাননীয়া সরকারি কর্মীদের কি শেষ পর্যন্ত কুকুর ভাবছেন? যা বললেন আপনিও শুনলে রেগে যাবেন

Image
photo by google আজ মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ১৫%ডিএ রাজ্যের সরকারি কর্মীদের দাওয়া হবে। এই প্রসঙ্গে প্রশ্ন তুললেন বাম প্রতিনিধি সুজন চক্রবর্তী তিনি এই কথা টুইটারের মাধমে প্রকাশ করেছেন। photo by abp.in বর্তমানে রাজ্যসরকার ৫৪% ডিএ মধ্যে মাত্র ১৫% দিতে পারছেন তাও পয়লা জানুয়ারি থেকে। এই প্রসঙ্গে বিজেপি কি মত এখুনও জানা যায়নি। [বি: দ্র:~ সুপ্রভাত.ইন ,বাংলাতে প্রকাশিক নতুন ব্লগ এ আপনাকে স্বাগত , আপনাদের প্রতি অনুরোধ আমাদের ব্লগ এ আপনার ইমেইল টি সাবস্ক্রাইব করুন পরবর্তী পোস্ট সর্বপ্রথম পেতে । আপনি Google Chrome ব্যবহারকারী হলে , লাল ঘন্টা বোতাম এ টিপে সাবস্ক্রাইব করে দিন। আমাদের পোস্ট গুলি ভালো লাগলে আপনাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন ]

ম্যাসেজ পার্লারের আড়ালে দেহ ব্যাবসায় জড়িয়ে পড়লেন তৃণমূল এক নেতা

Image
নামেই ম্যাসেজ পার্লার, আদতে দেহ ব্যবসার ঘর।  ডানকুনির ম্যাসেজ পার্লারে কাজ করতে এসে গ্রাহকদের কাছে যৌন হেনস্থার শিকার হলেন দুই থেরাপিস্ট। পার্লারের মালিকককে বিষয়টি জানালে মালিক কোনও আইনি পদক্ষেপ না নিয়ে উল্টে অভিযোগকারী দুই থেরাপিস্ট এবং পার্লার ম্যানেজারকে কাজ থেকে তাড়িয়ে দেন। বকেয়া চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারও নাকি করেন ম্যাসেজ পার্লারের মালিক মিঠু বেগম। এরপরপই ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করা ওই দুই থেরাপিস্ট। এরপরও কোনও কাজ না হওয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হন তারা। থেরাপিস্টের বকেয়া আদায় করতে ডানকুনি টাউন তৃণমূল সভাপতি সুমিত গাঙ্গুলির নেতৃত্বে চড়াও হয় স্থানীয় তৃণমূল, এমনই অভিযোগ পার্লার মালিকের। এরপরই ডানকুনি থানায় তৃণমূল নেতা সুমিত গাঙ্গুলি সহ ৮ মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পার্লার মালিক মিঠু বেগম। ম্যাসেজ পার্লার মালিকের অভিযোগ, 'পার্লারে এসে ফ্রিতেই পরিষেবা পেতে চায় তৃণমূল নেতারা। সেটা না দেওয়াতেই পার্লারে এসে চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা'। মিঠু বেগমের আরও অভিযোগ, তাঁর ...

ম্যাসেজ পার্লারের আড়ালে দেহ ব্যাবসায় জড়িয়ে পড়লেন তৃণমূল এক নেতা

Image
নামেই ম্যাসেজ পার্লার, আদতে দেহ ব্যবসার ঘর।  ডানকুনির ম্যাসেজ পার্লারে কাজ করতে এসে গ্রাহকদের কাছে যৌন হেনস্থার শিকার হলেন দুই থেরাপিস্ট। পার্লারের মালিকককে বিষয়টি জানালে মালিক কোনও আইনি পদক্ষেপ না নিয়ে উল্টে অভিযোগকারী দুই থেরাপিস্ট এবং পার্লার ম্যানেজারকে কাজ থেকে তাড়িয়ে দেন। বকেয়া চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহারও নাকি করেন ম্যাসেজ পার্লারের মালিক মিঠু বেগম। এরপরপই ডানকুনি থানায় অভিযোগ দায়ের করেন যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে দাবি করা ওই দুই থেরাপিস্ট। এরপরও কোনও কাজ না হওয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের দ্বারস্থ হন তারা। থেরাপিস্টের বকেয়া আদায় করতে ডানকুনি টাউন তৃণমূল সভাপতি সুমিত গাঙ্গুলির নেতৃত্বে চড়াও হয় স্থানীয় তৃণমূল, এমনই অভিযোগ পার্লার মালিকের। এরপরই ডানকুনি থানায় তৃণমূল নেতা সুমিত গাঙ্গুলি সহ ৮ মহিলা তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পার্লার মালিক মিঠু বেগম। ম্যাসেজ পার্লার মালিকের অভিযোগ, 'পার্লারে এসে ফ্রিতেই পরিষেবা পেতে চায় তৃণমূল নেতারা। সেটা না দেওয়াতেই পার্লারে এসে চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা'। মিঠু বেগমের আরও অভিযোগ, তাঁর ...