Posts

Showing posts with the label প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১০ মিনিটে ৮০ কিলোমিটার, চাপতে পারবে সাধারণ মানুসও, স্বপ্ন পূরণে মোদী সরকার..

Image
২০২২ সাল ভারত সাধীনতার ৭৫ বছর পূরণ হবে। ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন নিউ ইন্ডিয়া এক চিন্তা ধারা যা ভারতকে প্রগতির সাথে বিশ্বের দরবারে এক গুরুতপূর্ণ জায়গায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন।  ১,১০,০০০ কেটি টাকার এই প্রকল্প ভারতকে এক নতুন পথে নিয়ে যাবে এক নতুন স্বপ্ন সারা ভারতবাসীর পূর্ণ হবে। সম্প্রতি তিনি ওমান সফরে গিয়ে ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন ২০২২ সালেই চালু হয়ে ‌যাবে বুলেট ট্রেন। শোনা ‌যাচ্ছে প্রায় বিমানের মতো ভাড়া হবে বুলেট ট্রেনের। কিন্তু ভারত সরকার চায় বুলেট ট্রেন ভারতের সব সাধারণ মানুস যাতে চাপতে পারে আর এই ব্যবস্তা খুব তারাতরি নিতে চলেছে মোদী সরকার। 

১০ মিনিটে ৮০ কিলোমিটার, চাপতে পারবে সাধারণ মানুসও, স্বপ্ন পূরণে মোদী সরকার..

Image
২০২২ সাল ভারত সাধীনতার ৭৫ বছর পূরণ হবে। ২০২২ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন নিউ ইন্ডিয়া এক চিন্তা ধারা যা ভারতকে প্রগতির সাথে বিশ্বের দরবারে এক গুরুতপূর্ণ জায়গায় নিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প বুলেট ট্রেন।  ১,১০,০০০ কেটি টাকার এই প্রকল্প ভারতকে এক নতুন পথে নিয়ে যাবে এক নতুন স্বপ্ন সারা ভারতবাসীর পূর্ণ হবে। সম্প্রতি তিনি ওমান সফরে গিয়ে ভারতীদের এক অনুষ্ঠানে মোদী জানিয়েছেন ২০২২ সালেই চালু হয়ে ‌যাবে বুলেট ট্রেন। শোনা ‌যাচ্ছে প্রায় বিমানের মতো ভাড়া হবে বুলেট ট্রেনের। কিন্তু ভারত সরকার চায় বুলেট ট্রেন ভারতের সব সাধারণ মানুস যাতে চাপতে পারে আর এই ব্যবস্তা খুব তারাতরি নিতে চলেছে মোদী সরকার। 

সব রাজ্যে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চর্চা' কিন্তু বাংলার বন্ধ কেন এই চর্চা??

Image
সুপ্রভাত ডিজিটাল: চায়ে পে চর্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পর চর্চা‍' কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 'পরীক্ষা পর চর্চা‍' অনুষ্ঠানটি হয়। বৃহস্পতিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকরা কারণ জানতে চাইলে তিনি বলেন পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার থেকে ছাত্রদের পড়াশুনো করা বেশি দরকারি। পশ্চিমবঙ্গ সরকার চালিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানো হবে না সাফ বলে দেন শিক্ষামন্ত্রী।এই সিধান্ত কি ছাত্রছাত্রীদের কথা ভেবেই নেওয়া হয়েছে না রাজনৈতিক প্রতিবন্তির কারণে এমন সিধান্ত। আজ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করবেন প্রধানমন্ত্রী মোদী।এই   প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি  দেখানোর ব্যবস্থাও হয়েছে সব রাজ্যে ।  

সব রাজ্যে চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চর্চা' কিন্তু বাংলার বন্ধ কেন এই চর্চা??

Image
সুপ্রভাত ডিজিটাল: চায়ে পে চর্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পর চর্চা‍' কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় না কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 'পরীক্ষা পর চর্চা‍' অনুষ্ঠানটি হয়। বৃহস্পতিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  সাংবাদিকরা কারণ জানতে চাইলে তিনি বলেন পরীক্ষার সময় প্রধানমন্ত্রীর ভাষণ শোনার থেকে ছাত্রদের পড়াশুনো করা বেশি দরকারি। পশ্চিমবঙ্গ সরকার চালিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখানো হবে না সাফ বলে দেন শিক্ষামন্ত্রী।এই সিধান্ত কি ছাত্রছাত্রীদের কথা ভেবেই নেওয়া হয়েছে না রাজনৈতিক প্রতিবন্তির কারণে এমন সিধান্ত। আজ দিল্লির তালকোটরা স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করবেন প্রধানমন্ত্রী মোদী।এই   প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি  দেখানোর ব্যবস্থাও হয়েছে সব রাজ্যে ।  

কংগ্রেসকে খোঁচা দিয়ে কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

Image
কংগ্রেসকে ফের করা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি বলেন ৭০ বছরের অরাজকার এত তারাতারি শেষ হবে কি করে,তিনি তুলনা করেন পূর্ব সরকার এর সাথে বর্তমান সরকারের, তিনি বলেন আমার সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন না,যা আগের রাজনৈতিক দলের সবসময় সোনা যেত। এর পর কংগ্রেস পার্টি বলে মোদী জানেনই না, বিদেশে গিয়ে কী বলতে হয় আর বিজেপি বলছে প্রধানমন্ত্রী ভুল কিছু বলেননি, যে ভারতীয়রা বিদেশে থাকেন, তাঁরাও জানেন, কংগ্রেস জমানা কেমন ছিল।এরপর পাল্টা জবাব আসে আগের সরকারের আমলে রাজকোষে কতটা অর্থ জমা পড়তো আর এখন কেমন জমা পরে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর।

কংগ্রেসকে খোঁচা দিয়ে কড়া জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেখুন এই চাঞ্চলকর তথ্যটি..

Image
কংগ্রেসকে ফের করা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,তিনি বলেন ৭০ বছরের অরাজকার এত তারাতারি শেষ হবে কি করে,তিনি তুলনা করেন পূর্ব সরকার এর সাথে বর্তমান সরকারের, তিনি বলেন আমার সরকারের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারবেন না,যা আগের রাজনৈতিক দলের সবসময় সোনা যেত। এর পর কংগ্রেস পার্টি বলে মোদী জানেনই না, বিদেশে গিয়ে কী বলতে হয় আর বিজেপি বলছে প্রধানমন্ত্রী ভুল কিছু বলেননি, যে ভারতীয়রা বিদেশে থাকেন, তাঁরাও জানেন, কংগ্রেস জমানা কেমন ছিল।এরপর পাল্টা জবাব আসে আগের সরকারের আমলে রাজকোষে কতটা অর্থ জমা পড়তো আর এখন কেমন জমা পরে মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর।