Posts

Showing posts with the label বেটি বাঁচাও

কন্যাশ্রীর চেয়ে ভাল বেটি পড়াও। কিন্তু কেন এমন মন্তব্য রাজ্যপালের..

Image
রাজ্যপালের মন্তব্যে আবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের আগুনে ঘি পড়ল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি শুক্রবার মন্তব্য করেন রাজ্যে 'কন্যাশ্রী' প্রকল্পের থেকে কেন্দ্রের 'বেটি বাঁচাও, বেটি পঢ়াও' প্রকল্প এগিয়ে রয়েছে। তিনি বলেন, "বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্পের সামাজিক গুরুত্ব অনেক বেশি। আর এর ব্যাপ্তিও বেশি। অপর দিকে কন্যাশ্রী একটি সীমিত আর্থিক প্রকল্প।" পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যপালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, "মোদী প্রকল্পের প্রচার করা ছাড়া রাজ্যপালের আর কোনো কাজ নেই। সারা বিশ্ব কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে।"সূত্রের খবর, মোদী সরকার তাঁর এই প্রকল্পের সূচনা করেন কন্যাভ্রূণ হত্যা রুখে নারী ও পুরুষের লিঙ্গ ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। ২০১৫ সালের আদমসুমারি অনুযায়ী, প্রতি হাজার জন পুরুষে দেশে নারীর সংখ্যা ৯৪৩। আবার অন্যদিকে কন্যা সন্তানদের উচ্চশিক্ষার অধিকারী করতে কন্যাশ্রী প্রকল্প ।

কন্যাশ্রীর চেয়ে ভাল বেটি পড়াও। কিন্তু কেন এমন মন্তব্য রাজ্যপালের..

Image
রাজ্যপালের মন্তব্যে আবার নতুন করে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের আগুনে ঘি পড়ল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি শুক্রবার মন্তব্য করেন রাজ্যে 'কন্যাশ্রী' প্রকল্পের থেকে কেন্দ্রের 'বেটি বাঁচাও, বেটি পঢ়াও' প্রকল্প এগিয়ে রয়েছে। তিনি বলেন, "বেটি বাঁচাও, বেটি পঢ়াও প্রকল্পের সামাজিক গুরুত্ব অনেক বেশি। আর এর ব্যাপ্তিও বেশি। অপর দিকে কন্যাশ্রী একটি সীমিত আর্থিক প্রকল্প।" পুরমন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যপালের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, "মোদী প্রকল্পের প্রচার করা ছাড়া রাজ্যপালের আর কোনো কাজ নেই। সারা বিশ্ব কন্যাশ্রীকে স্বীকৃতি দিয়েছে।"সূত্রের খবর, মোদী সরকার তাঁর এই প্রকল্পের সূচনা করেন কন্যাভ্রূণ হত্যা রুখে নারী ও পুরুষের লিঙ্গ ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে। ২০১৫ সালের আদমসুমারি অনুযায়ী, প্রতি হাজার জন পুরুষে দেশে নারীর সংখ্যা ৯৪৩। আবার অন্যদিকে কন্যা সন্তানদের উচ্চশিক্ষার অধিকারী করতে কন্যাশ্রী প্রকল্প ।