উত্তরপ্রদেশে যেভাবে গেরুয়া ঝড় চলছে,জানলে আপনিও অবাক হবেন।

উত্তরপ্রদেশে সরকার পরিবর্তনের পর থেকেই গেরুয়া রঙের প্রভাব যেভাবে মানুষের উপর পড়েছে,তা সবাই জানে।এতদিন পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এবং উনার মন্ত্রীমন্ডলকে গেরুয়া বস্ত্রে দেখা যেত।কিন্তু এবার থেকে যোগিজির অফিসও গেরুয়া রঙে রঞ্জিত হয়েছে।রঙের কাজকর্ম শুরু হয়েগেছে।লখনৌ এর লাল বাহাদুর ভবনে গেরুয়া রং করা  হয়েছে।এই বিল্ডিংএর রং আগে ছিল সাদা বর্তমানে তা গেরুয়া রং করা হয়েছে এবং বিল্ডিংএর দেওয়াল লাল রঙের করা হয়েছে।কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকার বেশ কয়েকটি বাসেও গেরুয়া রং দিয়েছে।উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা মেজিস্ট্রেট এর অফিসএ গেরুয়া রং করা হয়েছে।মুখ্যমন্ত্রীর বসার চেয়ার এর উপর গেরুয়া বস্ত্র বিছানো থাকে।এমনকি জানা গিয়েছে উত্তরপ্রদেশের সরকারি হাসপাতালগুলিতে রোগীদের বিছানার চাদরও গেরুয়া রঙের করা হয়েছে।

এমনকি মৌলবীদের ব্যাবহৃত হজ হাউস যার দেয়ালে আগে সবুজ রং বা সাদা রং করা থাকতো,সেই হজ হাউসের পাঁচিলে পড়েছে গেরুয়া রং। সরকারের এই পদক্ষেপের পরই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তবে সমালোচনা উড়িয়ে দিয়েছেন যোগী সরকারের মন্ত্রী মহসিন রাজা। তাঁর ব্যাখ্যা, ''গেরুয়া খুব উজ্জ্বল রং। নতুন রঙে বাড়িটি সুন্দর লাগছে। এটা বিতর্কের কোনও বিষয়ই নয়।
কিন্তু এরকম ভাবে নিজের দলের রঙের ব্যবহার এই প্রথম নয়,এর আগে আখিলেশের শাসনকালে সমস্ত কাজ সবুজ রঙে এবং মায়াবতীর শাসনকালে নীল রং এর ব্যবহার হয়েছে।

Comments

Popular posts from this blog

latest newss

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

আবু ধাবিতে প্রথম বিশ্বের সব থেকে বড়ো হিন্দু মন্দির যার শিলান্যাসে প্রধানমন্ত্রী মোদী যা বললেন শুনলে আপনিও..