মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..


এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে।



রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে।

সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

ইন্দিরা গান্ধীর বিরোধীতা করতে যখন গরুর গাড়ি নিয়ে সাংসদে পৌঁছেছিলেন অটলজি। তখন যা ঘটেছিল…