বাজপেয়ীর জন্মদিনে যোগীর এক ঐতিহাসিক সিধান্ত জানুন..


যোগীর সিধান্ত সবসমই খুব আকর্সন হয় যার ফলে তিটি আবারও এক ঐতিহাসিক সিধান্ত নিলেন যা ভারতবর্ষের ইতিহাসে এটাই বোধহয় প্রথম, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে মুক্তধারায় ফিরতে চলেছে ৯৩ কারাবন্দি। ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীর ৯৩-তম জন্মদিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলে বন্দি ৯৩ জন কারা আবাসিককে জীবনের পথে মুক্ত করতে চলেছে সে রাজ্যের সরকার। যোগী সরকারের তরফে জানানো হয়েছে, যে কারা আবাসিকদের সাজা সম্পূর্ণ হয়েছে অথচ অর্থের অভাবে আদালতের নির্দেশিত 'জরিমানা' দিতে তারা ব্যর্থ, তাদের চিহ্নিত করেই স্বাভাবিক জনজীবনে ফিরিয়ে দেওয়া হবে। 

তার এই কদম সাধারণ মানুস সমর্থন করছে,এমন ভাবে আগে কোনো মুখ্যমন্ত্রী আগে ভাবিনি কিন্তু যোগী কিছু নতুন করতে জানে তা তিনি এবারও প্রমান করে দিলেন,সেক্ষেত্রে সরকার দেখে নেবে, একটি সাজা শেষ করার পর দোষী সাব্যস্ত কারাবন্দি অন্য কোনও মামলায় দণ্ডিত হয়েছেন কি না। সূত্রের খবর, উত্তরপ্রদেশের প্রশাসন ইতিমধ্যেই ১৩৫ জনের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকা থেকেই ৯৩ জন বন্দিকে কারামুক্ত করা হবে। উল্লেখ্য, প্রশাসনের তরফে বেশ কয়েকটি সমাজসেবী সংগঠনের সঙ্গেও কথা বলা হয়েছে, যারা এই ৯৩ দোষীর 'জরিমানা' চুকিয়ে দেবে।

cource


Comments

Popular posts from this blog

latest newss

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

আবু ধাবিতে প্রথম বিশ্বের সব থেকে বড়ো হিন্দু মন্দির যার শিলান্যাসে প্রধানমন্ত্রী মোদী যা বললেন শুনলে আপনিও..