ঐতিহাসিক চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ ...



চন্দননগরের জগদ্ধাত্রী পূজোর রোড ম্যাপ :
মানকুন্ডু স্টেশনে নেমে স্টেশন রোড ধরে সোজা জ্যোতির মোর পর্যন্ত আসুন, দেখুনঃ- #মানকুন্ডু_স্পোর্টিং_ক্লাব #নতুন_পাড়া #নিওগী_বাগান #বালক_সংঘ #সার্কাস_মাঠ #চারা_বাগান জ্যোতির মোর থেকে ডান দিকে ভদ্রেশ্বরের দিকে জি.টি. রোড ধরে যান, দেখুনঃ- #ছুঁতর_পাড়া #অরবিন্দ_সংঘ #বারাসাত_ব্যানার্জি_পাড়া #বারাসাত_চক্রবর্তী_পাড়া #বারাসাত_গেঁট চন্দননগরের শেষ, আবার জ্যোতির মোরের দিকে ফিরে আসুন, দেখে নিনঃ- #গোপাল_বাগ এইবার জ্যোতি সিনেমা হল থেকে #তেমাথা_শিব_মন্দির দেখে সোজা রাস্তা ধরে গন্দলপাড়া এর দিকে এগিয়ে যান, দেখুনঃ- #অম্বিকা_অ্যাথলেটিক্স #এ_সি_চ্যাটার্জি_লেন #মরান_রোড #মনসাতলা #সাতঘাট #কাছারিঘাট #নতুন_তেলি_ঘাট #চার_মন্দির_তলা #বেশোহাটা এইবার ডানদিকে স্ট্রান্ড রোড দিয়ে সোজা আসুন, দেখুনঃ- #দৈবক_পাড়া #নোনাটোলা #বড়বাজার তারপর রানিঘাট থেকে সোজা উদ্দিবাজার হয়ে লক্ষিগঞ্জ বাজারে চলে আসুন জি.টি. রোডে, দেখুনঃ- #আদি_মা (চাউল পট্টি) #মেজো_মা (কাপড় পট্টি) #সরিষা_পাড়া জি. টি. রোড ধরে সোজা চুঁচুড়ার দিকে এগিয়ে যান, দেখুনঃ- #বোড়ো_সার্বজনীন #বোড়ো_কালিতলা #চাঁপাতলা #বোড়ো_দিঘির_ধার #বোড়ো_তালদাঙ্গা #উত্তরাঞ্চল_চরকতলা #বিবিরহাট #হরিদ্রাদাঙ্গা #সন্তান_সংঘ #হেলাপুকুর #ধারাপাড়া #পালপাড়া বিদ্যালঙ্কার মোরে পৌঁছবেন, তারপর দেখুনঃ- #বিদ্যালঙ্কা #বাগবাজার #তালপুকুর বাগবাজার মোরে এসে বাম দিকে, দেখুনঃ- #বাগবাজার_চৌমাথা #বাগবাজার চন্দননগর স্টেশনের দিকে চলুন, রাস্তায় দেখুনঃ- #মধ্যাঞ্চল #ফটকগোরা #আপনজন #খলিসানি চন্দননগর স্টেশনের ওপারে দেখুনঃ- #কলপুকুর_ধার #শীতলাতলা #বউবাজার #সুভাষ_পল্লী #ব্রাম্ভিন_পাড়া চলে আসুন চন্দননগর স্টেশন... একটি অন্য রুট গাইড - জ্যোতির মোর থেকে বাগবাজারের দিকে যান, দেখুনঃ- #লিচুতলা #কাপালি_পাড়া #সাহেব_বাগান #রথেরসারক #পাদ্রী_পাড়া #কালিতলা #ডুপ্লেক্স_পট্টি #ষষ্টি_তলা #হালদার_পাড়া #লালবাগান_পাদ্রীপাড়া সেখান থেকে বিদ্যালঙ্কাতে আসতে পারেন ও ওপরের বর্ণিত রুটে ঠাকুর দেখতে পারেন। বিঃদ্রঃ মোটামুটি এই রুট অনুসরণ করলেই সব বড় ঠাকুর ও লাইট দেখা হয়ে যাবে। তবে এই রুট একদিনে শেষ করা সম্ভব নয়, ২-৩ দিন লাগবে

Comments

Popular posts from this blog

ইন্দিরা গান্ধীর বিরোধীতা করতে যখন গরুর গাড়ি নিয়ে সাংসদে পৌঁছেছিলেন অটলজি। তখন যা ঘটেছিল…

India rag is a bengali web portal and they use source of Anandabazar Patrika and many site

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..