Posts

হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা তুলে দেখালো আসাউদ্দিন ওয়েসীর বাড়িতে | দেখুন ভিডিও ।

Image
কিছুদিন আগেই এ আই এইম আই এর প্রেসিডেন্ট একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।তিনি বলেছিলেন ইনশা আল্লাহ,আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। শুধু গোটা দেশ সবুজ আর সবুজ হবে।সবুজ বলতে তিনি ইসলামের রংকে বুঝিয়েছিলেন।এইরকম উস্কানি মূলক মন্তব্য করার পর থেকে প্রতিবাদ করেন নেটিজনেরা।এমনকি মামলাও করা হয় উনার বিরুদ্ধে।অনেকে বলেছেন আসাউদ্দিন হিন্দুস্থানকে পাকিস্তান বা বাংলাদেশ তৈরী করার কথা ভাবছে। আসাউদ্দিম ওয়েসির বিতর্কিত মন্তব্যের পর এক দল হিন্দু সংগঠন উনার বক্তব্যের প্রতিবাদ জানতে উনার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান এবংভারত মাতার জয় ও জয় শ্রী রাম স্লোগান দেন।দেখুন সেই ভিডিও-

হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা তুলে দেখালো আসাউদ্দিন ওয়েসীর বাড়িতে | দেখুন ভিডিও ।

Image
কিছুদিন আগেই এ আই এইম আই এর প্রেসিডেন্ট একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।তিনি বলেছিলেন ইনশা আল্লাহ,আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। শুধু গোটা দেশ সবুজ আর সবুজ হবে।সবুজ বলতে তিনি ইসলামের রংকে বুঝিয়েছিলেন।এইরকম উস্কানি মূলক মন্তব্য করার পর থেকে প্রতিবাদ করেন নেটিজনেরা।এমনকি মামলাও করা হয় উনার বিরুদ্ধে।অনেকে বলেছেন আসাউদ্দিন হিন্দুস্থানকে পাকিস্তান বা বাংলাদেশ তৈরী করার কথা ভাবছে। আসাউদ্দিম ওয়েসির বিতর্কিত মন্তব্যের পর এক দল হিন্দু সংগঠন উনার বক্তব্যের প্রতিবাদ জানতে উনার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান এবংভারত মাতার জয় ও জয় শ্রী রাম স্লোগান দেন।দেখুন সেই ভিডিও-

Breaking - ভারতীয় সেনা করল সার্জিক্যাল স্ট্রাইক পার্ট - 2 | কিভাবে জানেন ?...

Image
সম্প্ৰতি পাকিস্তানী সেনারা কাপুরুষের মতো আমাদের ৪ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল।তারই প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতীয় সেনারা।রবিবার সকালে ভারতীয় চেকপোস্টের দিকে তাক করে থাকা এক পাকিস্তানি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।কিন্তু তখন শান্ত হয়নি ভারতীয় সেনারা।তাই সেনারা কাল সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানী সেনাদের উপর। জানা গেছে ভারতীয় সেনারা প্রতিশোধ নেওয়ার জন্য Loc পেরিয়ে ৬ জন পাকিস্তানী সেনাকে হত্যা করে এবং ৫ জন পাকিস্তানী সেনাকে আহত করে।পাকিস্তানী মিডিয়া ইন্টার সার্ভিস রিলেসন পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।যদিও পাকিস্তানী সেনার বক্তব্য, ৬ জন নয় ৩ জন সেনা নিহত হয়েছে এবং ১ জন সেনা আহত হয়েছে।এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই সময় যখন কুলভষণ এর পরিবার কুলভূষণের সাথে দেখা করে রওনা দিছিলেন।পাকিস্তানের এক অনলাইন সংবাদ মাধ্যমের সূত্রে খবর রাওয়ালকোটের চাকরি সেক্টরে সোমবার ফায়ারিং হয়।এই ঘটনাকে সার্জিক্যাল স্ট্রাইক২ বলে অবিহিত করা হচ্ছে ,কারণ আবারও পাকিস্তানের ঘরে ঢুকেই পাকিস্তানকে মার দিলো ভারত।

Breaking - ভারতীয় সেনা করল সার্জিক্যাল স্ট্রাইক পার্ট - 2 | কিভাবে জানেন ?...

Image
সম্প্ৰতি পাকিস্তানী সেনারা কাপুরুষের মতো আমাদের ৪ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল।তারই প্রতিবাদে গর্জে উঠেছিল ভারতীয় সেনারা।রবিবার সকালে ভারতীয় চেকপোস্টের দিকে তাক করে থাকা এক পাকিস্তানি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।কিন্তু তখন শান্ত হয়নি ভারতীয় সেনারা।তাই সেনারা কাল সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানী সেনাদের উপর। জানা গেছে ভারতীয় সেনারা প্রতিশোধ নেওয়ার জন্য Loc পেরিয়ে ৬ জন পাকিস্তানী সেনাকে হত্যা করে এবং ৫ জন পাকিস্তানী সেনাকে আহত করে।পাকিস্তানী মিডিয়া ইন্টার সার্ভিস রিলেসন পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।যদিও পাকিস্তানী সেনার বক্তব্য, ৬ জন নয় ৩ জন সেনা নিহত হয়েছে এবং ১ জন সেনা আহত হয়েছে।এই ঘটনাটি ঘটেছে ঠিক সেই সময় যখন কুলভষণ এর পরিবার কুলভূষণের সাথে দেখা করে রওনা দিছিলেন।পাকিস্তানের এক অনলাইন সংবাদ মাধ্যমের সূত্রে খবর রাওয়ালকোটের চাকরি সেক্টরে সোমবার ফায়ারিং হয়।এই ঘটনাকে সার্জিক্যাল স্ট্রাইক২ বলে অবিহিত করা হচ্ছে ,কারণ আবারও পাকিস্তানের ঘরে ঢুকেই পাকিস্তানকে মার দিলো ভারত।

প্রায় দু’দশক বাদে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী,তারপর দেখুন..

Image
অর্থনীতিতে  বদল মোদীর সব থেকে  বড়ো কদম তার জন্যই তিনি এবার  বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দু’দশক বাদে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে যোগ দিতে চলেছেন।প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, গোটা জানুয়ারি মাস জুড়েই একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।  তার উপর ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস। সে দিন রাজধানীতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। আগামী বছরের জানুয়ারি মাসে সুইৎজারল্যান্ডে বসবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। জানুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন।সেখানে থাকবেন প্রধানমন্ত্রীও। এরই মধ্যে সময় বার করে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাবেন তিনি।বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক থেকে মজবুত হয়েছে ভারত। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের সেই অগ্রগতির কথাই তুলে ধরবেন মোদী।

প্রায় দু’দশক বাদে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদী,তারপর দেখুন..

Image
অর্থনীতিতে  বদল মোদীর সব থেকে  বড়ো কদম তার জন্যই তিনি এবার  বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দু’দশক বাদে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে যোগ দিতে চলেছেন।প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, গোটা জানুয়ারি মাস জুড়েই একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।  তার উপর ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস। সে দিন রাজধানীতে রয়েছে বিশেষ অনুষ্ঠান। আগামী বছরের জানুয়ারি মাসে সুইৎজারল্যান্ডে বসবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। জানুয়ারি মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন।সেখানে থাকবেন প্রধানমন্ত্রীও। এরই মধ্যে সময় বার করে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাবেন তিনি।বিগত কয়েক বছরে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অর্থনৈতিক দিক থেকে মজবুত হয়েছে ভারত। বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভারতের সেই অগ্রগতির কথাই তুলে ধরবেন মোদী।

মোদী - যোগী যুগলবন্ধীর এক বড়ো কদম যা দেশে এই প্রথম,দেখুন আপনিও..

Image
মোদী- যোগী যুগলবন্ধী আজ এক ইতিহাস গড়বে দেশে এই প্রথম চালক বিহীন মেট্রোর উদ্বোধন করবে, আজ এই দিনে আরো এক চমক দেবেন প্রধানমন্ত্রী মোদী তিনি আজ যা করবেন তা দেশে এই প্রথম ডিজিটাল যুগে ডিজিটালি ভাবে ভাবেই এই কদম যা সাধারণ মানুসের জন্য,এবং নয়ডার মধ্যে যোগাযোগ পরিষেবার উন্নতি এবং উন্নত পরিকাঠামো গড়ে নগরায়নের পথকে অগ্রসর করতেই মেট্রোর ম্যাগনেট লাইনের কাজকে ত্বরান্বিত করতে চাইছেন নরেন্দ্র মোদী।  সেহেতু চলতি বছরের শেষে বড়দিনেই তার সূচনা করতে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন নিয়ে কড়া নিরাপত্তা গোটা দিল্লি সহ নয়ডায়।মেট্রো ম্যাগনেট লাইনের উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন,"শহরাঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে আমরা কতটা আধুনিক হতে পেরেছি, এটা তারই একটি উদাহরণ। আমি মেট্রো সফরও করব (উদ্বোধনের পর)। এর আগে এই বছরেই কোচি এবং হায়দরাবাদের মেট্রো উদ্বোধনের সৌভাগ্য আমার হয়েছে।"